জাবি প্রতিনিধি:
জাবির বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে বসবাসকারী বিড়াল ও অন্যান্য চতুষ্পদ প্রাণী অপসারণের নির্দেশে উদ্বেগ প্রকাশ করে হল প্রাধ্যক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেছে ‘ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন’
স্মারকলিপিতে বলা হয়, আমরা ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন (ছাত্র-শিক্ষক কেন্দ্র নিবন্ধন নং- ১৮০) ২০১৮ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাণীকল্যাণ নিয়ে কাজ করছি।
একইভাবে, পিপল এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে সারাদেশে এবং পথের প্রাণ ২০২৪ থেকে বিশেষায়িতভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পথপ্রাণীদের নিয়ে কাজ করছে।
সম্প্রতি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীকল্যাণ সংস্থা পথের প্রাণের মাধ্যমে জানতে পেরেছি যে, বঙ্গমাতা হল কর্তৃপক্ষ হলের বিড়ালদের অপসারণের বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে, ইতিমধ্যে হল প্রশাসন থেকে বস্তায় ভরে হলে বসবাসরত কিছু বিড়াল অপসারণ করাও হয়েছে। এরমধ্যে শিক্ষার্থীদের উদ্যোগে বন্ধ্যাকৃত বিড়ালও ছিল।
প্রাণীকল্যাণকর্মী হিসাবে ঘটনায় উদ্বেগ প্রকাশপূর্বক আমরা জানতে চাই যে, বস্তায় ভরে ফেলে দেয়ার নির্মম প্রক্রিয়াটি একেবারেই কোন যৌক্তিক সমাধান নয়।
এর আগে একই হল থেকে বিড়ালের বাচ্চা বস্তায় ভরে আবর্জনার স্তপে ফেলে দেয়ার পর তারা আগুনে পুড়ে মারা যায়। তাছাড়া খাবারের উৎস থাকলে বিড়াল যতই অপসারণ করা হোক নতুন বিড়াল এসে জায়গা নেবে।
হল প্রশাসন ছাত্রীদের নিরাপত্তা ও হলের পরিচ্ছন্নতার স্বার্থে বিড়াল বা যেকোনো প্রাণী পালনে প্রয়োজনীয় বিধিআরোপ করতে পারেন, এটা যৌক্তিক। এছাড়া হলের উচ্ছিষ্ট খাবারের যথাযথ ব্যাবস্থাপনা এবং হলের বিড়ালের সংখ্যা নিয়ন্ত্রণে বন্ধ্যাকরণ ও জলাতঙ্ক টিকাদানের ব্যাপারে ব্যাবস্থা গ্রহণ করলে তা সবদিক থেলে গঠনমূলক সমাধান হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, হলের মালিকানাবিহীন বিড়াল যারা হলপ্রাঙ্গণে ঘোরাফেরা ও শিক্ষার্থীদের কাছে মাঝেমাঝে খাদ্য গ্রহণ করলেও ব্যক্তি মালিকানাধীন নয়; প্রাণীকল্যাণ আইন ২০১৯ এদেরকে মালিকবিহীন প্রাণী হিসেবে চিহ্নিত করেছে এবং একই আইনের ধারা ৭ অনুযায়ী এই প্রাণীদের অপসারণ বা নিধন করা আইনত দণ্ডনীয় অপরাধ।
এমতাবস্থায়, হলের বসবাসকারী ‘ব্যক্তিমালিকানাহীন’ বিড়াল ও অন্যান্য চতুষ্পদ প্রাণী অপসারণ করা হবে না বলে আমরা আশা করছি।
এক্ষেত্রে শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষাপরিবেশের সাথে প্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় বিশেষজ্ঞ পরামর্শ প্রদানসহ অন্যান্য কার্যকর সমাধান নিশি্চতকরণে বিকল্প পরিকল্পনা গ্রহণের জন্য ক্যাম্পাসের সাধারণ প্রাণীপ্রেমীসহ আমরা প্রাণী অধিকারকর্মীরা আপনাদের পাশে থাকব।