আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

ধামরাইয়ে কৃষি জমি জোরপূর্বক দখল করে ভরাটের অভিযোগ

ধামরাই প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে গৃহস্থের আবাদি কৃষি জোরপূর্বক দখল করে বালু ভরাটের অভিযোগ ওঠেছে।
সরেজমিনে দেখা যায়,উপজেলার কুল্লা ইউনিয়নের বরদাইল এলাকায় কয়েক ব্যক্তি নিজেদের জমি দাবি করে জোরপূর্বকভাবে ওই কৃষি জমিতে বালু ফেলে ভরাট করছে।

ভুক্তভোগী নছিরন নেছা নামে এক নারী জানান,আমাদের জমিতে আমরা সবজির চাষাবাদ করতাম।কিন্তু শরীফুল নামে এক ব্যক্তি আমাদের জমিতে জোর করে বালু ভরাট করছে।

কিন্তু আমরা বাঁধা দিতে আসলেও তারা আমাদের কথা শুনেন না ’ বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অপর ভুক্তভোগী জয়নাল আবেদীন বলেন, বর্তমানে ধামরাইয়ে কুল্লা ইউনিয়নের বরদাইল মৌজায় আর.এস ৩৫ নং দাগে নাল ২২৭ শতাংশ জমির কাতে ১৭৮ নং কাতে ৫৯.৩৩ শতাংশ জমি বায়নানামা ও রেজিষ্ট্রিকৃতভাবে (দলিল নং-৮০৪২) আমি মালিক। বিজ্ঞ ২য় যুগ্ম জেলা জজ আদালত, ঢাকাতে দেওয়ানী মোকদ্দমা নং- ৫৮/১৫ ইং একটি মামলা চলমান রয়েছে।

কিন্তু এখানে শরীফুল ইসলাম ফকিরসহ রফিকুল ফকির, আলী হোসেন,মনির, স্বপন গংরা তাদের সন্ত্রাসী বাহিনীরা জোরপূর্বকভাবে জমি দখলের পায়তারা করছে। তারা আমাদের কৃষি জমিতে জোর করে বালু দিয়ে ভরাট করছে।

এই জমি নিয়ে তাদের সঙ্গে আমাদের একটি মামলা আদালতে চলমান রয়েছে। কিন্তু তার পরেও সন্ত্রাসী বাহিনী নিয়ে শরীফরা বালু ফেলে। আমি ১ নভেম্বর বাধা দিতে গেলে আমাকে মারধর করে । এঘটনায় আমি ধামরাই থানায় অভিযোগ করেছি বলে জানান তিনি।

অপরদিকে রফিকুল ইসলাম রফিক,জগবন্ধু কর্মকারের কাছ থেকে ওয়ারিশসূত্রে তার নাতিরা জমি যায়। সেখানে থেকে সাভার বাজার মুরগি পট্টি সমিতি ৪০ শতাংশ জমি ক্রয় করেছে।

সেখানে বালু ফেলে ভরাট করা হচ্ছে। তবে কৃষি জমিতে বালু ভরাট করা যায় কি না ? এমন প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি।

এঘটনায় ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার বলেন, অভিযোগটি কোর্টে পাঠানো হয়েছে। কোর্টের নির্দেশে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ