আরাফাত কাদির, নিটার প্রতিনিধি:
ঢাকার অদূরে সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এর নিটার ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত হয় “নিটার ইসলামিক কনফারেন্স-২০২৪”।
আজ মঙ্গলবার (১২ই নভেম্বর,২০২৪ ইং) তারিখে নিটার কেন্দ্রীয় মাঠে “নিটার ইসলামিক কনফারেন্স-২০২৪” সম্পন্ন হয়। উক্ত ইসলামিক কনফারেন্সের প্রধান আলোচক হিসেবে ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এর রিসার্চ ভিজিটিং অফিসার মোক্তার আহমেদ, বিশেষ আলোচক হিসেবে ছিলেন শায়খ আবু তাসমিয়া আহমেদ রফিক এবং ইসলামি লেখক শায়খ জাকারিয়া মাসুদ। পাশাপাশি কনফারেন্সের ক্বারী হিসেবে ছিলেন শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি, নাশিদ শিল্পী হিসেবে ছিলেন আবু উবায়দা এবং মুশফিক বিন জামিল।
ইসলামিক কনফারেন্সের শুরুতেই নিটারের পরিচালক
(ভারপ্রাপ্ত) ড. মো: শাহরিয়ার সবুক্তাগিনসহ নিটারের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ মঞ্চে উপস্থিত হোন এবং তাঁদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। শায়খগণ পর্যায়ক্রমে তাঁদের ইসলামিক জীবনদর্শন এবং নৈতিক মূল্যবোধ বিষয়ে আলোচনা করেন। আলোচনার মূল বিষয় হিসেবে শায়খ আবু তাসমিয়া আহমেদ রফিক পশ্চিমাশক্তি ও স্থানীয় পশ্চিমাশক্তির প্রভাবে হওয়া দ্বিচারিতা ও দ্বিমুখীতা নিয়ে সকলকে অবগত করেন এবং সেক্যুলারিজম নিয়ে বিশদ আলোচনা করেন।
পরবর্তীতে আলোচনা হতে লাইভ কুইজ প্রতিযোগিতা হয়। কনফারেন্সের আলোচকবৃন্দ ওপেন বুক কুইজ এবং লাইভ কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
কনফারেন্সের প্রধান আলোচক শায়খ মোক্তার আহমেদ ইসলামের বিশিষ্ট নবী এবং রাসূলদের জীবন হতে নানান বিষয়াদি আলোচনা করেন এবং বর্তমান যুবসমাজকে তাঁদের জীবন হতে শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করতে আহ্বান করেন। এরপর প্রধান আলোচকের আলোচনার উপর লাইভ কুইজ প্রতিযোগিতা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পরবর্তীতে নাশিদ শিল্পীদের সুরের মূর্ছনায় খোদা ও রাসূলের প্রশংসা করেন নিটারিয়ানরা।
ইসলামিক কনফারেন্সের পাশাপাশি বেশ কয়েকটি ইসলামি বুক স্টলের ও আয়োজন করা হয়। শিক্ষার্থীরা এতে আরো উৎসুক হয়ে উঠেন। সকলের জন্য সন্ধ্যার নাস্তা ও রাতে খাবারের ও আয়োজন করা হয়। পুরো আয়োজনে ক্লাব পার্টনারসহ অনুষ্ঠানের সকল পার্টনারদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। নিটারিয়ানরা প্রতি বছর এমন আয়োজনে বেশ উৎসাহ দেখিয়েছেন। উক্ত ইসলামিক কনফারেন্স আয়োজনের কারণে তারা নিটার ইসলামিক সোসাইটির প্রতি কৃতজ্ঞতা ও প্রকাশ করেছেন।