আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ ইং

সাভারে চার টুকরো গৃহবধূর মরদেহ উদ্ধার, আটক স্বামী

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে শান্তনা (৩৫) নামে এক গৃহবধূর চার টুকরো মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এঘটনায় জরিত সন্দেহে নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ।

এর আগে সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া বব মারলি রেস্তোরাঁর পিছনে ওই নারীর খন্ডিত মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের  স্বামী নয়ন (৪০) কে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

নিহত শান্তনার (৩৫) গ্রামের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার বালিয়া এলাকায় বর্তমানে তিনি সাভারের দত্তপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

অপরদিকে আটককৃত তার স্বামী নয়নের গ্রামের বাড়ি

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মর্শামোড়া গ্রামের বাদল মিয়ার ছেলে তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

পুলিশ জানায়, গতকাল রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া বব মারলি রেস্তোরাঁর পিছনে হঠাৎ মাথা ও দুই হাত বিচ্ছিন্ন এক তরুণীর মরদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেদেহের কাটা মাথা ও হাত উদ্ধার করে।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ  বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং এঘটনায় জড়িত সন্দেহে তার স্বামীকে আটক করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ