আজ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ ইং

তাহিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

আবু জাহান তালুকদার, তাহিরপুর প্রতিনিধি :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তাহিরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) রাতে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কলাগাও বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা.শামছু উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান আখঞ্জীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতালিব মিয়া, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ, উপজেলা যুবদলের সদস্য হোসাইন মোহাম্মদ গাজী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবি, সহ সাধারণ সম্পাদক জাকির আলী, ক্রীড়া সম্পাদক ইমরান শাহ্, উপজেলা নবীনদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য মাহবুব হাসান সুয়েব প্রমুখ।

এসময় সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ