আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

পেকুয়ায় শ্রমিক কল্যাণের উদ্যোগে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ 

দেলোয়ার হোসেন, পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলা শাখা।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জালিয়াখালী এবতেদায়ি মাদ্রাসা মাঠে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ।
এতে স্থানীয় সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন আল বারেকা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ছাদিকুর রহমান।
এসময় পেকুয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি দিদারুল ইসলাম,সেক্রেটারী হাছান শরীফ,এডভোকেট জাহেদুল ইসলাম,সমাজ সেবক হাবিবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ কর্মসূচির প্রধান আয়োজক কমিটি সমন্বয়ক বিশিষ্ট ব্যবসায়ী আবুল বশর জানান, মানুষের যে কোন সমস্যায় পাশে থেকে মানবসেবার ভূমিকা রাখাই রাসুল(সাঃ) পথ অনুসরণ করা। হাদিসে রাসুল (সাঃ)  এই শিক্ষাই দিয়েছেন, হতদরিদ্র মানুষের রোগে সুখে পাশে থাকাই মুসলমান জাতির কাজ। রাসুলের পথ অনুসরণ করে আমরা  মানবসেবার উদ্যোগ গ্রহন করেছি, ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণের পাশাপাশি যে কোন সেবা মূলক কাজে পেকুয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন নিয়োজিত থাকবে । আগামীতে আমাদের এ কার্যাক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসময় শতাধিক নারী পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ