কক্সবাজারের পেকুয়ার জমি জবরদখলের মামলায় আসামী গ্রেফতার হওয়ায় বাদী পক্ষের বসতঘরে সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
৮ নভেম্বর (শুক্রবার) সকাল ১১ টার দিকে বাদীর বসতঘর রাজাখালী নতুন ঘোনা এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় সাংবাদিকদের আয়েশা বেগমের পক্ষে ছেলে শাহাদাত হোসেন আরিয়ান বলেন,আমার বাবা আনোয়ার হোসেন দীর্ঘবছর ধরে সৌদি প্রবাসে থেকে এলাকায় একটি নুরানী মাদ্রাসা ও হেফজখানা প্রতিষ্ঠা করেন ।
এরই লক্ষে বাবার ক্রয়কৃত জমিতে ১৮ সালে একটি মাদ্রাসা নির্মাণ করে। এর পর থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আজিম উদ্দিন আজু, নুরুল হক, মোহাম্মদ হোছন গং আওয়ামিলীগের প্রভাব কাটিয়ে জবরদখল করতে আমাদের নানাভাবে হয়রানি শুরু করে।
একপর্যায়ে তারা মাদ্রাসার কিছু অংশ জোর করে দখল করে নেয়। পরবর্তী জবরদখলের অভিযোগে বিজ্ঞ আদালতে ভূমি অপরাধ আইনে একটি মামলা দায়ের করি যার মামলা নং সি/আর ৩৮৫/২৪। এ মামলার আসামিরা বিজ্ঞ আদালতে হাজির হলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করলে বাকি সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে আমার বসতঘর ও মাদ্রাসায় হামলা করে।
এমতাবস্থায় আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।
বাদী আয়েশা বেগম বলেন, আমাদের ক্রয়কৃত জমির উপর নির্মাণাধীন হেফজ খানায় দফায় দফায় হামলা করেন,এবং আমাদের পরিবারের ছেলে, মেয়ে,নাতি নাতনিদের জানে মেরে ফেলবে বলে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে।আমরা প্রশাসনের সহযোগিতা ও পরিবারের নিরাপত্তা চাই। এবং বাকি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি।