সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারে ধারের টাকা দিতে দেরি হওয়ায় বন্ধুর ছুরিকাঘাতে মোক্তার (২৯) নামে এক যুবক নিহত হয়েছে। এঘটনায় অভিযুক্ত রনি (২৫) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে সাভারের আমিন বাজার পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) ফয়সাল আলম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
এরআগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
নিহত মোক্তার আমিন বাজার বড়দেশী পশ্চিম পাড়া এলাকায় ভাড়াবাড়িতে থেকে রাজধানী পরিবহনের হেলপারের চাকরি করতেন।
নিহত মোক্তারের বন্ধু শাহিন আলম জানায়, মোক্তারের কাছে রনি ১৫’শ টাকা পাবে। সেই টাকা শুক্রবার দুপুর ১২ টা সময় দেওয়ার কথা ছিল।
কিন্তু মোক্তার ওই টাকা রাত ৯ টার দিকে টাকা দিতে চায়। এসময় টাকা দিতে দেরি হওয়ায় রনি উত্তেজিত হয়ে মোক্তারের বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
সাভারের আমিন বাজার পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) ফয়সাল আলম বলেন, আজ দুপুরে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার বিষয়টি জানতে পেরেছি। কিন্তু বর্তমানে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এখনো কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কিন্তু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।