আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ ইং

আশুলিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি‌ গ্রেপ্তার

সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় প্রতারণা মামলায় ১০ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাজী মোঃ মজিবুর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছ বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ ফিরোজ মিয়া।

গ্রেপ্তারকৃত হাজী মোঃ মজিবুর রহমান গাজিপুর জেলার সদর থানার কোনাপাড়া মাধবপুর এলাকার রেনু তাজমহল মন্ডল বাড়ির হাজী মোঃ রমজান আলীর ছেলে। তিনি এমএস রিয়াল রাতুল এবং রিহান স্যানেটারীর স্বত্বাধিকারী।

আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফিরোজ মিয়া জানান, গ্রেপ্তার মজিবুর রহমানের বিরুদ্ধে প্রতারণা (এনআই এক্ট) মামলায় ৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানাসহ ১০ মাসের সাজার ওয়ারেন্ট ছিলো।

তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন।

শুক্রবার দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ