আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ ইং

মহেশখালী থেকে ১২ টি হনুমান উদ্ধার করে বন বিভাগ

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার পাহাড়ী এলাকায় একটি পরিত্যক্ত বাড়ী থেকে ১২টি বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী হনুমান উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ ।

৭ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়ারছড়ী পাহাড়ী এলাকা থেকে উদ্ধার করা হয় মূখ পুড়া হনুমান গুলো । হনুমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শাপলাপুর অফিসের বিট কর্মকর্তা নুরে আলম মিয়া ।

তিনি জানান , উপজেলার শাপলাপুরের বারিয়ারছড়ী এলাকার পাহাড়ের ভেতরে একটি পরিত্যক্ত বাড়ীতে একদল বনদস্যু বিলুপ্ত প্রায় ১২টি বন্যপ্রাণী মূখ পুড়া হনুমান পাঁচারের জন্য খাঁচায় আটকে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বন বিভাগ অভিযান চালিয়ে বাচ্চাসহ ১২টি হনুমান উদ্ধার করে ।

শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম মিয়া বলেন, মহেশখালীর পাহাড় থেকে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী হনুমান গোপনে পাঁচার করার খবরে বনকর্মীদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে ১২টি হনুমান উদ্ধার করা হয়েছে ।

পাঁচারকারীদের তাৎক্ষণিক আটক করতে না পারলেও এ চক্রে কারা জড়িত তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।

পরে মহেশখালী উপজেলা রেঞ্জ কর্মকর্তা এনামুল হক এর উপস্থিতিতে উদ্ধার করা হনুমান গুলো পাহাড়ে অবমুক্ত করা হয় । তিনি বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন)-২০১২ অনুযায়ী যে কোন বন্যপ্রাণী হত্যা বা এর কোনো ক্ষতিকরা আইনত দণ্ডনীয় অপরাধ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ