আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ ইং

নিটারে রাত পোহালেই হলফেস্ট

আরাফাত কাদির, নিটার প্রতিনিধি:

সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অন্যতম বৃহৎ আয়োজন “হলফেস্ট”।

প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত চারবার হলফেস্ট অনুষ্ঠিত হয়েছে, আর এবারের পঞ্চম আয়োজনে ও নিটারের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহে প্রস্তুতি নিচ্ছেন।

হলফেস্টে বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন, ফলে এটি এক মিলন মেলায় পরিণত হয়। এ উৎসবে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে নতুনদের পরিচিত হওয়ার সুযোগ থাকে, যা সকলের জন্য এক বিশেষ আনন্দের উপলক্ষ।

ইতোমধ্যেই নিটার ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন এবং ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত “নাইট শর্ট পিচ টুর্নামেন্ট ফর অ্যালামনাই” এবারের হলফেস্টে নতুন মাত্রা যোগ করেছে। সামগ্রিকভাবে হলফেস্ট-০৫ উপলক্ষে নিটার ক্যাম্পাসে এক প্রাণোচ্ছ্বল পরিবেশের সৃষ্টি হয়েছে।

হলফেস্ট আয়োজকদের সূত্রে জানা গেছে, এবারের হলফেস্টে নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ প্রোগ্রামে প্রবেশ করতে পারবে না, এবং সুষ্ঠু ব্যবস্থাপনার ব্যাপারে আয়োজকরা আশাবাদী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ