মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গজীপুরের কালিয়াকৈরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষে কালিয়াকৈর উপজেলা বিএনপির উদ্যোগে বিকেলে এক বিশাল মিছিল উপজেলার সাহেব বাজার, বাইপাস রোড- বাজার রোড- লতিফপুর- উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভিপি মোঃ হেলাল উদ্দিন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক ভিপি আ. ন. ম খলিলুর রহমান ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান শওকত ইমরান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকশি, যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামান শাহিন, সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরকার আরিফুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মোঃ মুজিবুর রহমানের নেতৃত্বে পৃথক পৃথক মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।