বরগুনা প্রতিনিধি :
বরগুনার পাথরঘাটায় মতবিনিময় সভায় ভার্চুয়ালি বক্তব্যে
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা শামিম আহমেদ বলেন সকল চাঁদাবাজদের নাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এসেছে।
২ নভেম্বর (শনিবার) বিকেল ৪ টায় পাথরঘাটা উপজেলা শহরে তার সহস্রাধিক সমর্থকদের মিছিলের পর আবু সাইদ চত্বরে শুরু হয় মতবিনিময় সভা। সভায় বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরাফাত রহমান অভি,
পাথরঘাটা উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব বাকি বিল্লাহ ফরাজি, পাথরঘাটা উপজেলা মহিলাদলের সভাপতি ইশারাত জাহান শিরিন, পাথরঘাটা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান ফাহিম ও পাথরঘাটা উপজেলা ওলামাদলের আহবায়ক মাওলানা মাহবুবুর রহমান এবং সবশেষে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা শামিম আহমেদ।
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে গত কয়েকদিন আগে জিজ্ঞেস করেছিলেন পাথরঘাটায় চাঁদাবাজি কেমন হচ্ছে? আমি কোনো কথা বলতে পারিনি।
আমি দেখেছি অনেক ভাইদের সাহায্য সহযোগিতার কারনে সকল চাঁদাবাজদের লিস্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (তারেক রহমান) কাছে এসেছে। তিনি আরও বলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পাথরঘাটা জিয়াউর মাঠে নিয়ে আসবো, ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আমরা বাংলাদেশে চলে আসবো।