আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কৃষকের ধান কেটে দিলেন রানীদিয়া গ্রামের ছাত্র ও যুব সমাজ

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

 

সরাইলে অসহায় কৃষক সাহাদ আলীর ৩ কানি জমির ধান কেটে দিলেন রানীদিয়া গ্রামের ছাত্র ও যুব সমাজ।

দেশের সংকটময় পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় কৃষক অনেকটা দিশেহারা হয়ে পড়ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানিদীয়া গ্রামের অসহায় কৃষক সাহাদ আলী।

আজ ১৮ মে সোমবার দিশেহারা কৃষক সাহাদ আলীর মনে আশারসঞ্চার জুগিয়ে সরাইলের অসহায় কৃষক সাহাদ আলীর ৩ কানি জমির ধান কেটে দিলেন রানীদিয়া গ্রামের ছাত্র ও যুব সমাজ।

রানীদিয়া গ্রামের ছাত্র ও যুব সমাজের নেতা সোহেল হাজারী বলেন গ্রামের অসহায় মানুষ যদি ফসল ঠিক মত ঘরে তুলতে না পরে তাহলে গ্রাম তথা দেশ খাদ্য ঘাটতিতে পড়তে পারে। তাই আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা যুব ও ছাত্র সমাজ অসহায় সাহাদ আলীর ফসল ঘরে তুলতে সহায়তা করছি।তাছাড়া দেশের সংকটময় পরিস্থিতিতে গ্রামের অসহায় কৃষকের ধান কাটার কাজ আমাদের অব্যাহত থাকবে।

ধান কাটা কাজে অংশ গ্রহণ করেন সোহেল হাজারী,
আমজাদুর,রহমানজীবন,সৌরভ,বাহালুল,হেনাইদ,ইসরাইল,মৌতাসিন,কালা,মিয়া,সাদ্দাম,আলমগির,আবুল কালাম,জাকির,জিয়া আরিফ,হজরত আলী, মাহাবুর,সাগর,জয়নাল,কামরুল,সাহিন,আলমবুলবুল,রুনি,রুবেল,আসাম ও জাবেদ প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ