সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করনে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী পিএলসি।
বুধবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে জোবিঅ আশুলিয়ার আওতাধীন ভূঁইয়াপাড়া, সারদা গঞ্জ, কাশিমপুর, ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান পরিচালনাকালে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়া ৪টি পয়েন্ট বিচ্ছিন্ন করনের পাশাপাশি প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন বাসাবাড়িতে দেয়া ৫ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং সংযোগে ব্যবহৃত নিন্মমানের ২০০ মিটার পাইপ অপাসারন করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগে ব্যাবহৃত চুলা, রাইজারসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপমহাব্যবস্থাপক প্রকৌশলী কে এম মনিরুল ইসলাম (আবিবি-সাভার) এবং জোবিঅ-আশুলিয়া এর আওতাধীন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম, উপব্যবস্থাপক আনিসুজ্জামান, সহকারী প্রকৌশলী মোঃ সুমন আলী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ারসহ জোনাল বিপনন অফিসের তিতাসের কারিগরী টিমের সদস্যগন। এছাড়া অভিযান চলাকালে বিপুল সংখ্যক আইন-শৃক্সখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র (জোবিঅ-আশুলিয়া) ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বুধবার জোবিঅ আশুলিয়ার আওতাধীন ভূঁইয়াপাড়া, সারদা গঞ্জ, কাশিমপুর, ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ৫ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করনের পাশাপাশি ২ কিলোমিটার এলাকাজুড়ে দেয়া অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত নিন্মমানের পাঁচ’শ মিটর পাইপ, চুলা ও রাইজারসহ বিভিন্ন সরঞ্জামাদিক জব্দ করা হয়েছে। ভবিষ্যতেই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরনে আমাদের অভিযান চলমান থাকবে।