জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলে ৫২ তম আবর্তনের কয়েকজন শিক্ষার্থী কর্তৃক ৫৩ তম আবর্তনের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) ভূক্তভোগী সাদনান হাসান দিহান শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষের নিকট একটি অভিযোগপত্র দাখিল করেন।
ভুক্তভোগী দিহান বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ৫৩ তম আবর্তনের শিক্ষার্থী। অভিযুক্তরাও একই বিভাগের ৫২ তম আবর্তনের শিক্ষার্থী।
দিহান জানান, শহীদ রফিক-জব্বার হলের ৪১২ নাম্বার রুমে তিনিসহ তার কয়েকজন সহপাঠী একাধিকবার তাদের বিভাগের ৫২ তম আবর্তনের কয়েকজন শিক্ষার্থী দ্বারা মানসিক নির্যাতন, অশালীন ভাষায় আক্রমণ ও হুমকির শিকার হয়েছেন।
এ বিষয়ে শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব আব্দুস সাত্তার জয় বলেন, হলের একজন আবাসিক শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়ার পর আমি ভুক্তভোগী এবং অভিযুক্তদের মধ্য থেকে একজন, শুভজিৎ বিশ্বাসকে অফিসে ডেকে আলোচনা করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাগিংয়ের সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে তদন্ত করার জন্য ইতোমধ্যে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তের কাজ চলমান আছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভজিৎ তার সাথে আরো ১১ জন জড়িত ছিল বলে স্বীকার করেছেন। তারা হলেন আশরাফুল ইসলাম শামীম, মুনতাসির মাহমুদ ইফাত, তানভির হোসেন, স্বপন মিয়া, আকাশ কুন্ডু, মো: সায়েম, শাকিল হোসেন, নাজমুজ সাকিব, শ্যানন হাসান, আরিফ হোসেন ও রাফসান আহমেদ রনি
এ বিষয়ে কথা বলার জন্য শুভজিৎ বিশ্বাসের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।