আজ ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৫ ইং

ইনোভেটিভ কেস অ্যানালাইসিসের আয়োজনে নিটার বিজনেস এন্ড ইনোভেশন ক্লাব

আরাফাত কাদির, নিটার প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ -এর শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি পারিপার্শ্বিক বিষয়ে দক্ষতার চর্চা ও বৃদ্ধির লক্ষ্যে বরাবরই বছরব্যাপী নানান ধরনের প্রতিযোগিতা চলমান থাকে।

নিটার নিজনেস এন্ড ইনোভেশন ক্লাব কর্তৃক “ইনোভেটিভ কেস অ্যানালাইসিস” আয়োজিত হয়।

আজ সোমবার (২৮শে অক্টোবর, ২০২৪) নিটার কনফারেন্স রুমে “ইনোভেটিভ কেস অ্যানালাইসিস” এর প্রেজেন্টেশন রাউন্ড সম্পন্ন হয়। বেলা দশটা হতে অনুষ্ঠানটি শুরু হয়।

এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নিটারের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ( ভারপ্রাপ্ত প্রধান) রায়হান আহমেদ জয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আলভী আল সৃজন, লেকচারার ঐশিক ভৌমিক এবং লেকচারার মারজান হাসান নাঈম।

সরেজমিনে দেখা যায়, প্রেজেন্টেশন রাউন্ডে ১৫টি দলের মধ্যে এগারোটি দল উত্তীর্ণ হয় এবং সর্বমোট নয়টি দল অংশগ্রহণ করেন। প্রতিটি দলে দুই, তিন বা চারজন করে সদস্য ছিলেন। বিকেল সাড়ে চারটা নাগাদ দলগুলোর প্রেজেন্টেশন সম্পন্ন হয়। এছাড়াও দেখা যায়, বিচারকগণ তাদের যুক্তিসঙ্গত, মানসম্মত প্রশ্নের মাধ্যমে দলগুলোকে যাচাই করেন।

পাশাপাশি তারা উপরোক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যাদি সম্বন্ধে অবগত করেন, ভবিষ্যতে ন্যাশনাল কেস চ্যালেঞ্জগুলোতে অংশগ্রহণে শিক্ষার্থীদের আহ্বান করেন।

“ইনোভেটিভ কেস অ্যানালাইসিস” এর মিডিয়া পার্টনার হিসেবে ছিলো নিটার সাংবাদিক সমিতি (নিসাস), ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিলো নিটার ফিল্ম এন্ড ফটেগ্রাফি সোসাইটি এবং লজিস্টিক পার্টনার হিসেবে ছিলো নিটার গেইমস এন্ড স্পোর্টস ক্লাব। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর ক্যাম্পাস স্বাভাবিকীকরণ তাদের কাছে উৎসবের মতো লাগছে। নিটারের ক্লাবগুলো বিভিন্ন ইন্ট্রা ও ইন্টার-ভার্সিটি প্রোগ্রামের আয়োজন করছে। তারা খুব উৎসাহী। নিটার বিজনেস এন্ড ইনোভেশন ক্লাবের এমন উদ্যোগে তারা বেশ উৎসুক হয়ে অংশগ্রহণ করেছে বলেও জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ