আজ ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

তাহিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।

রোববার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ও ইনোভেটিভ ডিআরআর প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালি শেষে জনতা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলমের সভাপতিত্বে ও ইনোভেটিভ ডিআরআর প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড ফ্যাসিলিটেটর নাঈমা আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার জাফর আলম, ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাদল চন্দ্র প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ