আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

ময়মনসিংহে সাংবাদিক স্বপন কুমার কে কুপিয়ে হত্যা

রায়হান উদ্দিন, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ:

ময়মনসিংহ সদর উপজেলায় নিজ বাসার সামনে স্বপন কুমার ভদ্র নামের এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়ার টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বিকালে গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের পাছার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর সন্ধ্যায় সাগরকে গ্রেফতার দেখিয়ে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিহতের পরিবারের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক স্বপনকে হত্যা করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত স্বপন কুমার ভদ্র (৬৫) তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তিনি সিটি কর্পোরেশনের শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তারাকান্দা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ছিলেন। তাছাড়া তিনি শম্ভুগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এলাকার বিভিন্ন ঘটনা ও বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করতেন।

স্বপন কুমার ভদ্রের দুই ছেলে ও এক মেয়ে। ছোট ছেলে রনি ভদ্র সেনাবাহিনীতে কর্মরত। আটক সাগর মিয়া একই এলাকায় বসবাস করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে নিজ বাড়ির সামনে বসেছিলেন সাংবাদিক স্বপন ভদ্র। এ সময় তার ওপর অতর্কিত হামলা চালায় প্রতিবেশী সাগর মিয়া নামে এক যুবক। হামলায় স্বপনের হাতে কোপ দিলে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

জীবন বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে স্বপনের ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায় সাগর। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগিনা মানিক সরকার বলেন, ‘কয়েক দিন আগে এলাকায় মাদকের উৎপাত নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট করেন স্বপন ভদ্র। এরই জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘এ ঘটনায় সবিতা ভদ্র বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় সাগর মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) আজিজুল ইসলাম বলেন, সাগর শম্ভুগঞ্জের টানপাড়া এলাকায় নানার বাড়িতে বসবাস করতেন। এর আগে সকালে মাদকের প্রাদুর্ভাব নিয়ে লেখালেখির কারণে ময়মনসিংহে সদরে নিজ বাসার সামনে সাংবাদিক স্বপন কুমার ভদ্রকে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ সুপার আজিজুল ইসলাম আরও জানান, শনিবার সকালে স্বপন ভদ্রের সঙ্গে আসামি সাগরের কথা কাটাকাটি হলে সাগর দৌড়ে তার নানার বাড়িতে যান। সেখান থেকে একটি দা নিয়ে এসে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন ওই সাংবাদিককে। এর নেপথ্যে আরও কেউ আছে কি না তদন্ত করে তা বের করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ