মো.মুশফিক হাওলাদার লালমোহন প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলার লালমোহনে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তৌহিদুল ইসলাম ও লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার রাতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উৎসব পালনে অতীতের চেয়ে ভোলা জেলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যেজন্য সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের উৎসব পালন করছে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন,
উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত,
সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, লালমোহন পৌরসভা বিএনপির আহবায়ক মো. সাদেক মিয়া ঝান্টু, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি নিরব কুমার দে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউর রহমান শাহীন প্রমুখ।