আজাদ বাবু :
যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
গতকাল (৫ অক্টোবর) শনিবার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পল্টন থানা পুলিশ।
গত ৩০ সেপ্টেম্বর ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পল্টন থানার এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন এবং পুলিশের হামলায় যুবদল নেতা শামীম মারা যান। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় এ মামলাটি করা হয়।
এদিকে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীরের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রাজধানীর জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর হত্যা মামলায় তার রিমান্ড শেষে গতকাল কারাগারে হাজির করা হয়।
শুনানি নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আসামির জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।জাহাঙ্গীর আলমের পক্ষে তার আইনজীবী জামিনসহ ডিভিশন আবেদন করেন।
আদালত কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দেয়। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোতালিবকে গুলি করে হত্যরা মামলায় ১ অক্টোবর জাহাঙ্গীর আলমের পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। একই দিনে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।