আজ ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৫ ইং

জাবিতে ‘যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা’ শীর্ষক সভা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি:

গণ-অভ্যুত্থানে আহত ও শহিদদের পরিবারকে নিয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা আয়োজন করেছে ‘যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা’ শীর্ষক আলোচনা সভা৷

আজ ৫ অক্টোবর (শনিবার) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ জাবি শাখার নেতৃবৃন্দের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় চব্বিশের গণ-অভ্যুত্থানে আহত ও শহিদদের পরিবারের পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান৷

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল আহমেদ, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহি, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি জনাব খালিদ সাইফুল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু কিছু গোষ্ঠী এখন আত্মস্বার্থ হাসিলের চেষ্টা করছে৷”

এছাড়াও আন্দোলনে নেতৃত্বদানকারীদের তিনি খেয়াল রাখতে অনুরোধ করেন যেন আন্দোলনকে কেউ ভিন্ন দিকে নিয়ে যেতে না পারে৷

আসছে জাতীয় বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উদযাপনের আগেই শহিদদের মূল্যায়ন এবং জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের মদদদাতাদের বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন অধ্যাপক খন্দকার লুৎফুল এলাহি৷ এসময় তিনি আরও বলেন, “গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে৷”

আহত ও পঙ্গুত্ব বরণকারী আন্দোলনকারীদের জন্য ১৫টি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে জানান জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি জনাব খালিদ সাইফুল্লাহ৷ যারা এখনো সুচিকিৎসা পাচ্ছে না তাঁদের খোঁজ নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতেও সমন্বয়কের প্রতি তিনি আহ্বান রাখেন৷ আহত, শহিদ ও পঙ্গুত্ব বরণ করা আন্দোলনকারীদের পরিবারের পাশে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন সবসময় থাকবে বলেও জানান তিনি।

সমাপ্তিজ্ঞাপক বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, “গণ-অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, আহত হয়েছেন তাঁরাই আমাদের হিরো৷ প্রকৃতপক্ষেই এতদিন আমরা অনেক দুর্বল ছিলাম৷ আমরা স্বাধীনভাবে কিছু করতে পারতাম না, প্রতিবাদ পর্যন্ত করতে পারতাম না৷”

এছাড়াও তিনি শহিদ পরিবার ও আহতদের ৫ লক্ষ বা ১ লক্ষ টাকা দিয়ে সমাধান না খোঁজে বরং একটি স্থায়ী সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ