আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের বিনা পয়সায় সহযোগিতা করেনা- শেরপুরে মতিয়া চৌধুরী

 

 

শেরপুর প্রতিনিধি,

 

১৭ মে রবিবার সকালে আওযামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গাছগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক নিরাপত্তা বজায় রেখে ঈদের শুভেচ্ছা হিসেবে কর্মহীনদের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে করোনা পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, একটা ভাইরাসকে তিন বছর ল্যাবরেটরীতে ফেলে রেখে কর্ম তৎপরতা বা জাগ্রত থাকার পরিচয় দেয়নি বিশ্বস্বাস্থ্য সংস্থা। তারা আমাদের বিনা পয়সায় সহযোগিতা করে না, কারণ সেখানে আমরাও চাঁদা প্রদান করি।
মতিয়া চৌধুরী বলেন, জিয়াউর রহমান বিশেষ শ্রেণি (পুলিশ, সেনাবাহিনী ইত্যাদি) ব্যতীত রেশন বন্ধ করে টেস্ট রিলিফ ও কাবিখা চালু করে চেয়ারম্যানদের গায়ে চোরের তক্বমা লাগিয়ে গেছেন, যা পরবর্তীতে টেস্টি রিলিফ বা মজার খাওয়া ও কাবিখা মানে খাবিখা, খাবলা দিয়ে খা’তে রূপান্তরিত হয়েছে। সে জায়গা থেকে শেখ হাসিনা আজকে দেশটাকে টেনে তুলছেন, আজকে আবার রেশন কার্ডের কথা আসছে, শেখ হাসিনা পারেন-এ জন্য করছেন।
করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও বাস্তবসম্মত নানা পদক্ষেপের কারণে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার নেতৃত্বে দেশ এগিয়েছে, তার নেতৃত্বেই দেশবাসী করোনার ভয়াবহ থাবা থেকে মুক্তি পাবে। তিনি চলমান পরিস্থিতিতে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ করে সকলকে ধৈর্য্যর সাথে সামাজিত দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সচেতন থাকতে পরামর্শ দেন।
এদিন মতিয়া চৌধুরী তার নিজস্ব তহবিল থেকে নকলা ও নালিতাবাড়ীর ২টি পৌরসভা ও ২০টি ইউনিয়নে প্রায় ৪ হাজার কর্মহীন অসহায়দের মাঝে নগদ ৭ লাখ ৩৬ হাজার টাকা প্রদান করেন। ওইসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতাবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ