আজ ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুলাই, ২০২৫ ইং

এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই বাংলাদেশি’-কামরুজ্জামান 

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ:

এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই বাংলাদেশি বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বুধবার (২রা অক্টোবর) মধ্যনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় উপজেলার ৩২টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ-সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় আসলে সংখ্যালঘু বলতে কিছু থাকবে না। হিন্দু-মুসলামন আমরা সবাই ভাই ভাই, আমরা বাংলাদেশী। আসন্ন দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন করার সুবিধার্তে আমরা বাহিরে থেকে উনাদের সার্বিক সহযোগীতা করব। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই।”

এসময় তিনি নির্বিঘ্নে পূজা উদযাপন করার জন্যে সার্বিকভাবে সহযোগীতা করবেন বলেও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদেরকে আশস্ত করেন।

সভায় প্রাক্তন শিক্ষক সুরঞ্জন সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বরুণ কান্তি সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মধ্যনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার, তাহিরপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পুরকায়স্থ, মধ্যনগর বাজার পূজা কমিটির সভাপতি দীপক তালুকদার-সহ অনেকেই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ