আজ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং

লালমোহনে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও পুড়িয়ে মারার হুমকির অভিযোগ

লালমোহন প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ করেছেন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূব চরউমেদ এলাকার মফিজ বেপারী বাড়ির আব্দুল জলিলের ছেলে মো. মনির হোসেন।

অভিযোগ করে তিনি জানান, ২০০৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পর্যায়ক্রমে আমি, আমার মা এবং দুই বোন মিলে আমাদের এলাকার ৭২২, ৭২৩, ৪৬২ এবং ৪৬৫ এসএ খতিয়ানের মোট ৭৬ শতাংশ জমি কিনি। সম্প্রতি ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টায় চালাচ্ছেন প্রতিবেশী দিন মোহাম্মদের ছেলে মো. বশির।

তিনি আমাদের জমিতে জোরপূর্বক খুঁটি পুঁতেছেন, পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন গাছপালা কেটে নিচ্ছেন। বশির যে জমিতে ঘর তুলে থাকেন, ওই জমিটিও আমার দাদা তাদের মানবিক কারণে বিনামূল্যে দিয়েছেন।

এখন তিনিই আমাদের কেনা জমি দখলের চেষ্টা করছেন।
মনির হোসেন আরো জানান, আমার এক বোন জামাই ওমান প্রবাসী এবং আরেকজনসহ আমি এবং আমার বাবা জীবিকার তাগিদে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামে রয়েছি।

যার কারণে এলাকায় আমাদের নিকটতম কোনো পুরুষ আত্মীয়-স্বজন নেই। বাড়িতে কেবল দুই বোন তাদের সন্তানদের নিয়ে থাকেন। এ সুযোগে বশির জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। এমনকি বশিরের অত্যাচারে আমার মা-ও বাড়ি থেকে গিয়ে এক মামার কাছে আশ্রয় নিয়েছেন।

বশিরের কাজে বাঁধা দিলে আমার বোনদের বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকিসহ অশ্লীল আচরণ করেন। প্রশাসনের কাছে আমি তার এসব ঘটনার সুষ্ঠু বিচার কামনা করছি।

এসব অভিযোগের ব্যাপারে মো. বশির বলেন, আমি যেই জমিতে রয়েছি সেটি আমার কেনা সম্পদ। কেউ এটি আমাকে দান করেননি। এছাড়া আমার বিরুদ্ধে যেই জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ করা হয়েছে, সেখানের মধ্যে আমি ২৪ শতাংশ জমি কিনেছি।

দীর্ঘদিন ধরে মনিরদের ক্ষমতার কারণে আমি ওই জমিতে যেতে পারিনি। এখন সমাধানের জন্যই জমিতে খুঁটি পুঁতেছি। তবে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকির অভিযোগটি মিথ্যা।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, থানায় কেউ এ সংক্রান্ত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ