বিশেষ প্রতিনিধি : আব্দুস সালাম
সাভার শাখার সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের পক্ষ থেকে আশুলিয়ায় অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সাভারের আশুলিয়ার আদর্শ গ্রামের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ফাউন্ডেশন এর পক্ষ থেকে দরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত ৪০ জন শিশুর মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক হাজী মোশারফ খান উপস্থিত থেকে এই শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় বিত্তবানদের শীতার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
হাজী মোশারফ খান বলেন, নিজ উদ্যোগে শীতার্তদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এরকম যেকোনো ভালো কাজে আমি সব সময় জড়িত থাকার চেষ্টা করব।