আজ ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৪ ইং

জাবিতে গণপিটুনিতে ছাত্রলীগ নেতার মৃত্যুতে কর্তৃপক্ষের শোক প্রকাশ ও তদন্ত কমিটি গঠন

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের ছাত্র শামীম আহমেদ একদল শিক্ষার্থীর মারধরের শিকার হয়ে মারা গেছেন।

বুধবার রাতে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন।

এর আগে গতকাল (১৮ আগস্ট) সন্ধ্যায় ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সহিংস হামলায় জড়িত থাকার অভিযোগ এনে তাকে মারধর করা হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, জুয়েল-চঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক থাকাকালীন শামীম বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যার মধ্যে মাদক চক্র পরিচালনা, জমি দখল এবং চাঁদাবাজির মতো কার্যকলাপ অন্তর্ভুক্ত ছিল। তারা আরও দাবি করেছেন যে, ১৫ জুলাই রাতে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলার নেতৃত্ব দেন শামীম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের কাছে একটি দোকানের পাশে দেখা যায়। তার অবস্থান জানতে পেরে একদল শিক্ষার্থী তাকে ঘিরে ধরে এবং মারধর শুরু করে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা পরে শামীমকে উদ্ধার করে এবং তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে নিয়ে যায়।

সেখানে নিরাপত্তা কর্মী এবং প্রক্টর এ কে এম রশিদুল আলমের উপস্থিতি সত্ত্বেও, উত্তেজিত শিক্ষার্থীরা বারবার অফিসের ভেতরে তাকে আক্রমণ করে।

রাত ৮:৪৫ টার দিকে আশুলিয়া থানা পুলিশের একটি দল, জাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শামীমকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল দলের জিজ্ঞাসাবাদের সময় শামীম ১৫ জুলাইয়ের হামলায় তার জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি আরও বলেন যে, ভৌগোলিক ও পরিবেশ বিভাগের শিক্ষক মেহেদী ইকবালও ওই সহিংসতায় অংশ নিয়েছিলেন।

জিজ্ঞাসাবাদের সময় শামীম আরও প্রকাশ করেন যে, হামলার রাতে, প্রাক্তন ছাত্রলীগ নেতা তারেক ও মিজান তাকে বটতলা এলাকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নিয়ে যান, যেখানে তারা জাবি ছাত্রলীগ সভাপতি আখতারুজ্জামান সোহেলের নেতৃত্বে পেট্রোল বোমা, ককটেল এবং অন্যান্য অস্ত্র প্রস্তুত করেন। তিনি আরও দাবি করেন যে, হামলার সময় তারেক একটি গুলি ছোড়েন।

আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন নিশ্চিত করেন যে শামীম গণস্বাস্থ্য হাসপাতালে মারা গেছেন। তিনি বলেন, “শামীম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিস্তারিত পরে জানানো হবে।”

তার মৃত্যুর সংবাদ প্রকাশিত হওয়ার পর এটিকে বিচারবহির্ভূত হত্যা উল্লেখ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার দিবাগত রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্তমান উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘মভ কিলিং মানি না, মানবো না’, ‘বিচারবহির্ভূত হত্যা মানি না, মানবো না’ , ‘আমার ক্যাম্পাসে হত্যা কেনো? প্রশাসন জবাব চাই’ , ‘মভ জাস্টিসে মৃত্যু হয়, মরার পরে বিচার নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, “আমাদের ক্যাম্পাসে আজকে যে ঘটনাটি ঘটলো, ছাত্রলীগের একজন সাবেক নেতাকে দুই দফায় গণপিটুনি দেওয়া হলো এবং এর ফলে তার মৃত্যু হলো।

 আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা বিচারবহির্ভূত যেকোনো হত্যাকণ্ডের বিরুদ্ধে। কেউ যদি অপরাধ করে তাহলে তাকে রাষ্ট্রীয় আইনে শাস্তি দেওয়া হোক কিন্তু কাউকে বিচারবহির্ভূতভাবে পিটিয়ে মেরে ফেলাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমর্থন করে না।”

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘ক্যাম্পাসে খুন কেন? প্রশাসন জবাব চাই, ‘বিচারবহির্ভূত হত্যা মানি না, মানবো না’,’খুনিদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘ছাত্ররাজনীতি বন্ধ করো, করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমনের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, “গতকালকে আমাদের ক্যাম্পাসে যে ঘটনাটি ঘটেছে সেটা খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা।

আমরা সবসময় আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে শাসন কাঠামো তৈরী করেছিলো সেটা পরিবর্তন করতে চেয়েছি আর সেটার সবথেকে বড় উদাহরণ হতে পারতো গতকালকে যাকে মারা হলো তাকে আইনের হাতে তুলে দেওয়া।

কিন্তু এখানে আমরা দেখতে পাই একটা গোষ্ঠী খুবই পরিকল্পিত ভাবে মব জাস্টিসের মাধ্যমে শামীম মোল্লাকে প্রহার করে এবং পরবর্তীতে পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়। এই ঘটনায় ভিডিও, ছবি এবং সিসিটিভি ফুটেজসহ যত প্রমাণ আছে সবকিছুকে আমলে নিয়ে প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত করে ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে।”

সমাবেশ শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির কাছে তিন দফা দাবি নিয়ে একটি স্মারকলি পেশ করেন। তাদের তিন দফা দাবি হলো— ক্যাম্পাসে নতুন করে সংঘটিত গণধোলাই ও পরবর্তীতে পুলিশি হেফাজতে মৃত্য নিয়ে অতি দ্রুত তদন্তপূবর্ক বিচার নিশ্চিতকরণ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আক্রমণকারী সন্ত্রাসী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীর বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার দলীয় লেজুরবৃত্তিক ছাত্র, শিক্ষক, কর্মচারী রাজনীতি নিষিদ্ধকরণ।

ইতোমধ্যে শামীম মোল্লার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৯ সেপ্টেম্বর ২০২৪ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে যে, গতকাল ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এ বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের ৩৯-তম ব্যাচের ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শামীম মোল্লা ক্যাম্পাসের প্রান্তিক গেইটে গণপিটুনির শিকার হন।

পরবর্তীতে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোক এবং দুঃখ প্রকাশ করে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছে।

আজ এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানাচ্ছে যে, গতকাল আনুমানিক সন্ধ্যা ৫:৫০টায় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটে শামীম মোল্লাকে কতিপয় ব্যক্তি মারধর করতে থাকে। এ খবর প্রক্টরিয়াল টিম জানতে পেরে প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে প্রক্টর অফিসের একটি কক্ষে রাখেন।

এ সময় আশুলিয়া থানা পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়। কিছুক্ষণ পর কতিপয় ব্যক্তি প্রক্টরিয়াল টিমকে না জানিয়ে জোরপূর্বক শামীম মোল্লাকে প্রক্টর অফিসের পাশে অবস্থিত নিরাপত্তা অফিসে নিয়ে যায়।

তৎক্ষণাৎ প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম ঘটনাটি জানতে পেরে নিরাপত্তা অফিসে গিয়ে বিক্ষুব্ধদের সরিয়ে দেয় এবং নিরাপত্তা অফিসের কলাপসিবল গেইট তালাবদ্ধ করে দেয়। নিরাপত্তা অফিসের কলাপসিবল গেইট ভেঙ্গে কতিপয় ব্যক্তি ভেতরে প্রবেশ করে শামীম মোল্লাকে আবারও মারধর করে।

এ সময় প্রক্টরের নেতৃত্বাধীন প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা শাখার কর্মকর্তাগণ নিজেরা ঢালস্বরূপ শামীম মোল্লার সামনে দাড়িয়ে বিক্ষুব্ধ জনতাকে নিবৃত্ত করে। রাত আনুমানিক সাড়ে ৭টায় পুলিশ প্রক্টর অফিসে আসেন।

পুলিশ খোঁজ-খবর নিয়ে জানান, শামীম মোল্লার নামে থানায় একাধিক মামলা রয়েছে। রাত আনুমানিক ৮টায় প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা শাখা আবারও ঢালস্বরূপ শামীম মোল্লাকে নিরাপত্তা বেষ্টনি দিয়ে পুলিশের গাড়িতে তুলে দেয়।

রাত আনুমানিক ১০টার দিকে পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা ফোন করে জানান যে, শামীম মোল্লা স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত ও শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করে। কর্তৃপক্ষ শামীম মোল্লার ওপর হামলার নিন্দা জানাচ্ছে। একইসাথে, এ হামলার যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ