আজ ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৪ ইং

রাবি ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেনের যোগদান

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির নবনিযুক্ত ওয়ার্ডেন ড. মো. আবু বকর প্রাং আজ বুধবার দায়িত্বে যোগদান করেছেন। তিনি ফলিত গণিত বিভাগের প্রফেসর।

উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব তাঁকে এ পদে নিয়োগ দেন। দায়িত্বে যোগদানকালে ডরমিটরির কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত ওয়ার্ডেন তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

ড. মো. আবু বকর প্রাং রাবি গণিত বিভাগ থেকে ১৯৯২ সালে স্নাতক (সম্মান) ও ১৯৯৩ সালে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে তিনি রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ড. মো. আবু বকর প্রাং ২০০৪ সালে রাবি ফলিত গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৯ সালে প্রফেসর পদে উন্নীত হন। তাঁর ২৯টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। ইতোপূর্বে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ