রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) লিগ্যাল সেলের নবনিযুক্ত প্রশাসক ড. মো. আব্দুর রহিম মিয়া আজ বুধবার দায়িত্বে যোগদান করেছেন। তিনি আইন বিভাগের প্রফেসর। উপাচার্য প্রফেসর মো. সালেহ্ হাসান নকীব তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন। দায়িত্বে যোগদানকালে লিগ্যাল সেলের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
দায়িত্বে যোগদানের পর প্রশাসক তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রফেসর ড. মো. আব্দুর রহিম মিয়া রাবি আইন বিভাগ থেকে ২০০১ সালে স্নাতক (সম্মান) ও ২০০২ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১১ সালে তিনি রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. মো. আব্দুর রহিম মিয়া ২০০৪ সালে রাবি আইন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৮ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর ৪০টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি সফলভাবে ১৩টি আইন বিষয়ক গবেষণা প্রকল্প সম্পন্ন করেছেন।