আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জরিমানা সহ দোকানপাট সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

সরাইলের অরুয়াইল বাজারে সরকারি নির্দেশ অমান্য করে কাপড়,কসমেটিকস ও জুতার দোকান খোলা রেখে ক্রয় বিক্রয় করায় ক্রেতা-বিক্রেতাকে জরিমানা ও দোকানে সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ ১৭ মে রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে সরকারি নির্দেশ অমান্য করে কাপড়,কসমেটিকস ও জুতার দোকান খোলা রেখে ক্রয় বিক্রয় করায় ক্রেতা-বিক্রেতাকে জরিমানা ও দোকানে সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা।

অভিযান চলাকালীন সময়ে সকল নিষিদ্ধ কাপড়ের, কসমেটিকস ও জুতার দোকান ব্যবসায়িরা তড়িগড়ি করে দোকান বন্ধ করে দেন।ফলে ভেতরে আটকে পড়ে মহিলা ক্রেতারা। আটকে পড়া ২০ মহিলা ক্রেতাসহ ১৪ জন ব্যাবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মোট জরিমানা করা হয়েছে ৯৭ হাজার ৬শত ৯০ টাকা। যে সমস্ত কাপড়,কসমেটিকস ও জুতার দোকানদাররা পালিয়ে গিয়েছে তাদের দোকান করা হয়েছে সিলগালা।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা প্রিয়াংক বলেন, সামান্য লাভের কথা চিন্তা করে গোটা সরাইলকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া যাবে না। বেপরোয়া ক্রেতা বিক্রেতাকে ঠেকাতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ