আজ ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৪ ইং

জাবিতে শোনা গেল ‘তলপাথরের চিৎকার’

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত হয়েছে ‘তলপাথরের চিৎকার’ শিরোনামের একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজ (১০ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠানটি শুরু হয়।

আয়োজকদের ভাষ্যমতে, এই অনুষ্ঠানটির মাধ্যমে তারা দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের চেষ্টা করেছেন: নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরাধীনতা থেকে মুক্তির ডাক এবং বন্যা পরবর্তী সংকট মোকাবিলায় তহবিল সংগ্রহ করা। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো সাংস্কৃতিক শক্তিকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের বৈষম্য দূরীকরণের পথে এগিয়ে যাওয়া।

এছাড়াও অনুষ্ঠান থেকে সংগৃহীত সকল তহবিল বন্যার্তদের সাহায্যের জন্য প্রদান করা হবে বলে জানিয়েছেন তারা।

বিশেষ এই চ্যারিটি-শো তে সংগীত পরিবেশন করেন ব্যান্ডদল গানপোকা, বাংলা ফাইভ; সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, সায়েম জয়সহ আরো অনেকে।

নৃত্য পরিবেশন করে নৃত্যদল অংশী, প্রজন্ম, কাথ্যাকিয়া-দ্যা সেন্টার অফ আর্টস, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় ড্যান্স টিম, আলিফিয়া স্কোয়াড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ড্যান্স টিম।

আবৃত্তি করেন কাবেরী সুলতানা, ফাইজা মেহজাবিন, ফয়সাল রাব্বি, নারমিন সুলতানা উপমা ও রুকাস।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান দর্শক সারিতে বসে অনুষ্ঠানটি উপভোগ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ