রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয় হলে আজ সোমবার নতুন প্রাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব এ নিয়োগ দেন।
নবনিযুক্ত প্রাধ্যক্ষ ও হলগুলো হচ্ছে শেরে বাংলা ফজলুল হক হলে মুহাম্মাদ শরীফুল ইসলাম (প্রফেসর, সমাজকর্ম বিভাগ), মাদার বখ্শ হলে ড. শাহ্ হোসাইন আহমদ মেহ্দী (প্রফেসর, প্রাণিবিদ্যা বিভাগ), শহীদ জিয়াউর রহমান হলে ড. মো. মাহবুবার রহমান (প্রফেসর, মার্কেটিং বিভাগ), মন্নুজান হলে ড. মোছা. আশিয়ারা খাতুন (প্রফেসর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), রোকেয়া হলে ড. সাবিনা সুলতানা (প্রফেসর, প্রাণিবিদ্যা বিভাগ) ও রহমতুন্নেসা হলে ড. মোছা. ইসমত আরা বেগম (প্রফেসর, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ)।
নবনিযুক্ত প্রাধ্যক্ষগণ ইতোমধ্যে নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন। তাঁরা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রসঙ্গত, হলগুলোর পূর্বতন প্রাধ্যক্ষগণ সম্প্রতি পদত্যাগ করলে পদগুলো শূন্য হয়।