আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদকঃ

নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবে দুর্যোগ মোকাবেলায় উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বাংলাদেশ পুলিশের ডিআইজি মোঃ হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এর উদ্যোগে খাদ্য সহায়তা কর্মসূচি আওতায় ঢাকা জেলা ধামরাইয়ে করোনা ভাইরাস প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ ২৫০ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ই মে) ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মাদ্রাসা মাঠে খাদ্য এ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি ) শ্রী দীপক চন্দ্র সাহা।
এ’সময় আরো উপস্থিত ছিলেন উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক মোঃ রমজান আলী, ধামরাই থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) মোঃ মাসুদুর রহমান, সাভার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ, আ’লীগ নেতা ফজল হক প্রমূখ সহ অন্যান্য স্হানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ’ সময় কর্মহীন মানুষেরা খাদ্য সামগ্রী হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করে উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বাংলাদেশ পুলিশের ডিআইজি মোঃ হাবিবুর রহমান বিপিএম ( বার) পিপিএম (বার) , সহ ফাউন্ডেশনের কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞ।

খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) শ্রী দীপক চন্দ্র সাহা বলেন- উত্তরণ ফাউন্ডেশন পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। হিজড়া, বেদে, পতিতাদের নিয়ে কাজ করছে উত্তরণ ফাউন্ডেশন। মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় দেশের বিভিন্ন জেলায় খাদ্য সহায়তা দিচ্ছে উত্তরণ ফাউন্ডেশন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ