আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে ৬ কিলোমিটার যানজট 

সাভার প্রতিনিধিঃ

শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে সড়কে আজও বিক্ষোভ করছে কারখানা শ্রমিক। এতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করলে অচল হয়ে যায় সড়কে যানচলাচল। চরম ভোগান্তিতে পড়ে এপথের যাত্রীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চাকরি প্রার্থীরা সকাল ১০টা থেকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় সড়কে  জড়ো হয়। এক পর্যায়ে উল্লেখিত সময়ে তারা জনবল বৃদ্ধি করে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নেয়। পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশ যৌথভাবে লাঠিচার্জ করেও পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হয়।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বিক্ষোভের মুখে নবীনগর-চন্দ্রা মহাসড়কের উভয় লেনে যানজটের সৃষ্টি হয়। দুপুরের পর থেকে সড়কের পরিস্থিতি এখন অনেকেটাই নিয়ন্ত্রণে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে তৈরি পোশাক কারখানা গুলোতে সমানুপাতিক হারে নারী ও পুরুষ শ্রমিক নিয়োগসহ নানা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। তবে গতকাল পোশাক শিল্পের নিরাপত্তায় যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী ও শিল্পপুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ