আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

আহসানগন্জ হাটে ভেঙে পড়া গাছের ডালে জনদুর্ভোগ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধি

আত্রাইয়ের আহসানগন্জ হাটে ভেঙে পড়া গাছের ডালে জনদুর্ভোগ।

নওগাঁর আত্রাইের আহসানগন্জ হাটে প্রায় ছয় মাস আগে হাটের রাস্তার উপর ডাল ভেঙে পড়ে। গাছের ডাল অপসারণ না হওয়াতে সংশ্লিষ্ট কতৃপক্ষের অবহেলাতে চরম দুর্ভোগের শিকার হাটের জনসাধারণ।

আত্রাইয়ের ঐতিহ্যবাহি আহসাগন্জ হাট সপ্তাহে একদিন বৃহস্পতিবার হয়ে থাকে। এহাটে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ক্রেতা বিক্রেতা ও জনসাধারণ আসে। হাটের ভিতর অনেক গুলো গাছ রয়েছে
তার মধ্যে ডাল পট্টিতে রাস্তার উপর একটি বাড় ধরনের গাছের ডাল পড়ে আছে এতে ব্যাবসায়ী ও জনসাধারণ দুর্ভোগের শিকার হচ্ছেন।

হাটের ইজারাদার মোঃ আবুল কালাম আজাদ বলেন,ইতিপুর্বে একবার এ হাটে একটি গাছ অপসারণ করে মামলাতে জরিয়ে ছিলেন এক ইউপি সদস্য।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস বলেন,এতোদিন থেকে হাটের ভিতর রাস্তায় গাছের ডালটি পড়ে আছে বিষয়টি আমাকে কেউ জানায়নি,আমি অতি দ্রুত ব্যনস্থা গ্রহন করবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ