সাভার প্রতিনিধি :
সাধারণ চাকরি প্রার্থীরা তাদের দাবী-দাওয়া নিয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায় ঢাকা-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে সাধারণ চাকরি প্রার্থীরা ঢাকা ইপিজেড এর সামনের রাস্তায় অবস্থান নিলে নবীনগর – চন্দ্রা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিন দেখা যায়, চাকরি প্রার্থীরা সকাল ৮টা থেকে নতুন ও পুরাতন জোনের সামনে জড়ো হওয়া শুরু করে। এক পর্যায়ে উল্লেখিত সময়ে তারা জনবল বৃদ্ধি করে পুরাতন জোনের সামনে জড়ো হয়ে রাস্তায় অবস্থান নেয়। পরে ৯টা ৫০ মিনিটের দিকে সেনাবাহিনী ও শিল্প পুলিশ যৌথভাবে লাঠিচার্জ করে চাকরি প্রার্থীদের ছত্রভঙ্গ করে দিলে রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়।
তবে একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে চাকরি প্রার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এসময় কেউ হতাহত হয়নি।
ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও বেপজার নিজস্ব নিরাপত্তা কর্মীগণ উপস্থিত রয়েছেন।