আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

বন্যার্তদের পাশে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ

বিশেষ প্রতিনিধি:

এবারের বন্যার ভয়াবহতায় মানবিকতার জায়গা থেকে বরাবরের মতোই এগিয়ে এল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলে। গত ১ আগস্ট ২০২৪ বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ইংরেজি বিভাগের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ দলের হাতে এদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় পীড়িত জনসাধারণের জন্য উপহারস্বরূপ ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়। এসময়ে সেনাবাহিনীর পাশাপাশি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত), প্রফেসর আনন্দ কুমার সাহা, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মোঃ শহীদুর রহমান সহ বিভাগের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রায় সপ্তাহব্যাপি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা নিজেদের মধ্য থেকে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এবং সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে থেকে দেড় লক্ষাধিক নগদ টাকা এবং বিভিন্ন দ্রব্যসামগ্রী সংগ্রহ করে। এছাড়াও ইংলিশ ডিপার্টমেন্ট প্রিমিয়ার লিগ ২০২৪- এর চ্যাম্পিওন ও রানার্সআপ এর পক্ষ থেকে সম্পুর্ন প্রাইজ মানি এই আয়োজনে প্রদান করা হয়।

উত্তোলিত অর্থ দিয়ে ১৫৫ পরিবারের ১ সপ্তাহ চলার মত খাদ্য ও অন্যান্য সামগ্রী প্যাকেটজাত করে সেগুলো সুষ্ঠ বন্টনের লক্ষ্যে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। ইংরেজি বিভাগের শিক্ষার্থীগণ পুরো প্রক্রিয়াটি যে সততা , নিষ্ঠা ও মানবিকতার সাথে সুষ্ঠভাবে সম্পন্ন করে যে উদাহরন তৈরি করেছে তা আমাদের সবার জন্য-ই অনুকরণীয় ও অনুপ্রেরণাদায়ক। উপহার সামগ্রী হস্তান্তর সম্পন্ন হলে বিভাগের প্রধান এই মহৎ উদ্যোগের শুরু থেকে শেষ পর্যন্ত যারা পাশে থেকেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে কার্যক্রমের পরিসমাপ্তি ঘোষনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ