আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

পুলিশ সুপারের সহযোগীতায় খাদ্য সামগ্রী বিতরণ পরিবহন শ্রমিকদের মাঝে

 

হাসিবুল হাসান ইমু:

করোনা ভাইরাসের ভয়াল থাবায় সারা দেশের মানুষ রয়েছে অঘোষিত লকডাউনে। ফলে মানুষ হয়ে পড়েছে কর্মহীন। কর্মহীন মানুষের দিন কাটছে কষ্টে আর আতংকে। এই অঘোষিত লকডাউনে দিশেহারা পরিবহণ শ্রমিকরা।

কোন উপায় না পেয়ে গত ৬ মে বুধবার সকালে গনপরিবহন চালুর দাবীতে ঢাকা আরিচা মহাসড়কের সাভার থানা স্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা।

অবরোধের খবর গনমাধ্যমে প্রচার হলে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হাসান সরদার এর নির্দেশে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ ছুটে গিয়ে পরিবহন শ্রমিকদের সাথে আলোচনা করলে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিয়ে বাড়ি ফিরে যায়।

সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ সাভারের বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত ঘোষ কে বিষয়টি অবগত করলে তিনি খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

পরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের সাথে আলোচনা করে শনিবার ১৬ মে সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শ্রমিকদের খাদ্য সহযোগীতা করার সিদ্ধান্ত হয়। এ অনুযায়ী ২৩০ জন পরিবহন শ্রমিকে চাল, ডাল,তেল, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয় যা দিয়ে তাদের এক সপ্তাহ চলবে।

রঞ্জিত ঘোষ দৈনিক আগামীর সংবাদ কে বলেন, বিষয়টি জানার সাথে সাথেই সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের সাথে আলোচনা করে তাদের সহযোগীতা করার সিদ্ধান্ত নেই। সিদ্ধান্ত অনুযায়ী আজ তাদের সহযোগীতা করা হয়। রঞ্জিত ঘোষ গত দুই মাস ধরেই সাভার ঢাকাসহ প্রায় ২৫ হাজার পরিবারকে খাদ্য বিতরণ করে।

সাভার মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে শ্রমিকদের সহযোগীতার আশ্বায় দিয়ে বাড়ি পাঠানো হয়। পরে তাদের জন্য সহযোগীতার ব্যবস্থা করা হয়। এসময় সকলকে ঘরে থেকে নিজেকে ও পরিবারকে সুস্থ রাখার আহবান জানা তিনি

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ