মোহাম্মদ ঈশাক রাজশাহীঃ
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত,
রাজশাহীর গোদাগাড়ীতে ফায়ার সার্ভিস মোড় এলাকায় অটো রিক্সা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অটো রিক্সা চালক ও যাত্রী ঘটনাস্থলে নিহত।
বুধবার (২৮ আগষ্ট ২০২৪) সকাল আনুমানিক ৮ ঘটিকার দিকে ঘটনাটি সংঘটিত হয়।
নিহতরা হলেন গোদাগাড়ী পৌর এলাকা ৬ নাম্বার ওয়ার্ড শ্রীমন্তপুর গ্রামের মোহাম্মদ তাজিমুল ইসলামের ছেলে অটো রিক্সা চালক মনিরুল ইসলাম (৩৪) ও একই গ্রামে মৃত আঃ মান্নানের বড় ছেলে মোহাম্মদ মিলন (৩৭) পেশাই একজন মাইক্রো ড্রাইভার ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে সূত্রে জানা যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনাস্থলে দ্রুত উদ্ধার করা হয়েছে। এবং যানজট নিরশনে তাৎক্ষণার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং ঘাতক বাসটিকে আটক করে যথাযথ আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।