আজ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং

প্রধানমন্ত্রীর নির্দেশে ৬৯ হাজার পরিবারকে সহায়তা পৌর মেয়রের 

 

মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর নির্দেশ করোনা ভাইরাসের সংক্রমণে নিজ তহবিল থেকে পঞ্চম ধাপে ৬৯ হাজার পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বার বার নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক।

আজ পঞ্চম ধাপে ঈদ কে উপেক্ষা করে পৌরসভার অসহায়, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত ১৮ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী সেমাই, চিনি, দুধ সহ চাল বিতরন করা হয়েছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশে নকডাউন চলাকালীন সময়ে নিম্ন আয়ের মানুষের মাঝে মেয়েরের ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত ছিল।

করোনা বিস্তারের লড়াইয়ে লক ডাউনের পর্যায়ে পর্যায়ে ১ম ধাপে পৌরসভার ১৪ হাজার পরিবারে, ২য় ধাপে জেলার নাজিরপুর উপজেলায় ১০ হাজার ও স্বরূপকাঠী উপজেলায় ১০হাজার এবং ৩য় ধাপে পিরোজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়নে ১২ হাজার ও ৪র্থ ধাপে পিরোজপুর শহরের ব্যাবসায়ী সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৫ হাজার পরিবারের মাঝে তেল, ডাল, আলু, ডাল ও পিঁয়াজ পৌঁছে দেয়া হয়েছে।

এ খাদ্য সহায়তা পিরোজপুর জেলা আওয়ামীলীগের অংগ সংগঠন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন।

পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ বলেন, করোনা প্রভাব শুরুর পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে আওয়ামীলীগের নেতা-কর্মীদের দু:স্থ মানুষের পাশে দাড়াঁনোর যে আহবান জানিয়েছে। সেই আহবানে সাড়া দিয়ে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক পিরোজপুরের ৬৯ হাজার মানুষের পাশে খাদ্য সহায়তা দিয়েছেন এবং আগামীতেও মেয়ররে এ সহযোগীতা অব্যহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ