আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

আত্রাইয়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ প্রতিনিধি:

সন্ত্রাসী খুনি হাসিনার বিচারের দাবীতে নওগাঁর আত্রাইয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে আত্রাই থানা বিএনপি ও যুবদল।
বুধবার(১৪ আগস্ট) সকালে থানা বিএনপির দলীয় কার্যালয় থেকে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন,নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আত্রাই রাণীনগরের মাটি ও মানুষের নেতা শেখ মো.রেজাউল ইসলাম রেজু।আবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো.আব্দুল জলিল চকলেট, বিএনপি নেতা মো.তছলিম উদ্দিন,আব্দুল মান্নান সরদার, সহকারি অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, ফারুখ বকত্,যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃখোরশেদ আলম,পারভেজ ইকবাল,আশরাফুল ইসলাম লিটন,ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ,সদস্য সচিব আদর,যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সৌরভ,পলাশ,সোহেল হোসেন, আলম,সানোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ আলী সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস,কৃষক দলের নেতা আসাদুজ্জামান বুলেট,আয়ূব আলী,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট,পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.নিয়ামত আলী বাবু,সম্পাদক ফারুক হোসেন ও আব্দুস সালাম এ সময় বক্তরা বলেন,ক্ষমতা হারানোর পর আওয়ামীলীগ আবারো ষড়যন্ত্র করছে।তারা সাম্প্রদায়িক উষ্কানি দিচ্ছে ও বিভিন্ন স্থানে হামলা করছে। বিএনপি রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
উক্ত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন নেতা কর্মী উপজেলার আট ইউনিয়নের বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ