আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

জাবি শাখার অন্যতম সমন্বয়ক লাবিবকে গোদাগাড়ী উপজেলায় সংবর্ধনা

জাবি প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আহসান লাবিবকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার বিকেলে গোদাগাড়ী উপজেলার শিক্ষার্থীদের আয়োজিত ঐক্যা ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে মানবিধকার,আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে বক্তৃতা রাখেন আহসান লাবিব। সেখানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
আহসান লাবিব কোটা সংস্কার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্যতম সমন্বয়ক হিসেবে কাজ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ তম ব্যাচের ছাত্র। গোদাগাড়ী উপজেলার লালবাগ গ্রামের পিতা মো. আকমাল হোসাইন ও মাতা মোসা. জরিনা বেগমের সন্তান।

এসময় আহসান লাবিব রাগ-ক্ষোভ না রেখে সবাইকে সুন্দরভাবে সহাবস্থান করার জন্য আহবান করেন।এছাড়াও উনি বলেন, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্বৈরাচারের পতন ঘটেছে ছাত্রদের আন্দোলন এর মাধ্যমে। অতএব কেউ যদি আবার স্বৈরাচারী হয়ে উঠে, তবে আবার ছাত্র সমাজ আন্দোলনে নেমে তার পতন ঘটাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ