আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক :

সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা।

পরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন সালেহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ড. আসিফ নজরুল, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, আদিলুর রহমান খান, ফরিদা আখতার, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম,মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সাভার গণপূর্ত বিভাগ জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, সকাল ৯ টা ৪০ মিনিটে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস হেলিকপ্টার যোগে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। এসময় তার সাথে ১৩ জন উপদেষ্টাসহ সেনাবাহিনি ও পুলিশের উর্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। পরে ৯ টা ৫৫ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। পরে অন্য উপদেষ্টাসহ একসাথে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সকাল ১০টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা হেলিকপ্টারে চরে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

প্রসঙ্গত, এর আগে গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন  তাকে শপথ পাঠ করান। এসময় বঙ্গভবনে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা শপথ নিয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ