আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

ধামরাইয়ে পুলিশের গুলিতে নিহত  শহীদ সাদ এর জানাজা 

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক দফা আদায়ের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আফিকুল ইসলাম সাদ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন। এই আন্দোলনে ধামরাই উপজেলায় প্রথম শহীদ তিনি।

নিহত সাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকায়। তার বাবার নাম শফিকুল ইসলাম। তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

গত ৫ আগস্ট ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন সাদ। পরে এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৭ টার দিকে তার মৃত্যু হয়।

পরে সেখান থেকে স্বজনরা তার মরদেহ নিয়ে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, পরে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে, এরপর ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ও সবশেষ তার নিজ গ্রাম সাটুরিয়ার দড়গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত করে দাফন সম্পন্ন করেন।

ধামরাইয়ে সাদের জানাজায় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, সচেতন নাগরিক সমাজ ধামরাই এর সভাপতি মোহাম্মদ ইমরানসহ কয়েক হাজার মানুষ

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ