জাবি প্রতিনিধি:
শেখ হাসিনা সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ (৪ আগস্ট) রবিবার সকাল ১১ ঘটিকায় পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় তাদের সাথে সংহতি পোষণ করে সাভারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন। পরে দুপুর ১২টা নাগাদ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে এসে অবস্থান গ্রহণ করেন। এ সময় প্রায় ১০ হাজার শিক্ষার্থীর সমাগম লক্ষ্য করা যায়।