আঃ হামিদ মধুপুর প্রতিনিধিঃ
“ভরবো মাছে মোদের দেশ, গরবো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্যে শোভাযাত্রা, আলোচনা সভা,পুরস্কার বিতরণ, মাছের পোনা অবমুক্ত করণের মধ্যে দিয়ে টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার(৩১ জুলাই) সকাল ১১,টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো.ইয়াকুব আলী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সজীব আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ,সাংবাদিক সহ বিভিন্ন মৎস্য চাষী ও খামার মালিকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন বর্তমান সরকারে আমলে মৎস্য চাষে বাংলাদেশ অনেক এগিয়েছে। যা বিএনপি জামায়াত শাসনের সময় মৎস্য শিল্প তেমন উন্নত হয় নি। সরকারের স্মার্ট সিধান্তে মৎস্য এগিয়ে যাচ্ছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। তাই আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে মাছ চাষ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে এই আশাব্যাক্ত করেন বক্তারা।
আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মধুপুর থানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।