আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকায় মাওনা আঞ্চলিক সড়কে ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মফিজ উদ্দিন (৬০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (৩১ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর ইউনিয়নের বড় কাঞ্চনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হন।

নিহত ওই ব্যক্তি উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে। সে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ভোর সাড়ে পাঁচটার দিকে রশিদপুর নিজ বাড়ি থেকে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে কালিয়াকৈর বাজারের দিকে যাচ্ছিলেন মফিজ উদ্দিন। এসময় মাওনা থেকে আসা একটি টাইলস ভর্তি (ঢাকা মেট্রো ট-১৮-৫১৮০) ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই অটো চালকের মৃত্যু হয়। এসময় ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার এসআই রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ