আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ ইং

শাহরাস্তিতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের রাজাখাঁ গ্রামে পাখি নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটে ১৫ই মে শুক্রবার রাত ৮টার সময় ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজাখাঁ গ্রামের পাঁচানি বাড়ির আবদুস সাত্তারের পুত্র জুয়েল রানার স্ত্রী পাখি আক্তার (২৩) স্বামী জুয়েল রানার বকুনি সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঐ দিন স্বামীর বাড়িতে পাখি সারাদিন রোযা রেখে ধানের কাজ করে। সারাদিন ধানের কাজে ব্যস্ত থাকায় ইফতারি তৈরি করতে পারেনি। সন্ধ্যায় ইফতারের সময় সামনে ইফতার না পেয়ে স্বামী জুয়েল রানা তাকে গালমন্দ শুরু করে।
দীর্ঘক্ষণ স্বামী বকাঝকা করায় সহ্য করতে না পেরে স্ত্রী রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং রুমের ভিতরে থাকা ফসলের কীটনাশক খেয়ে পেলে।
বাড়ির অন্যান্যরা বিষয়টি টের পেয়ে তাকে দরজা খুলতে ডাকাডাকি করলে ভিতর থেকে কোন শব্দ না আসায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে পাখি অচেতন অবস্থায় পড়ে আছে।
তখন সবাই মিলে তাকে দ্রুততারসাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই বিষয়ে খবর পেয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম ও এসআই সৈকত দাশগুপ্ত সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হন এবং প্রাথমিক কাজ শেষে পাখির মরদেহ থানায় নিয়ে যান।

এ ব্যাপারে ওসি তদন্ত শহীদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে প্রেরণ করা হবে এবং ঘটনাটি হত্যা ছিল না আত্মহত্যা ছিল তা খতিয়ে দেখা হবে বলে জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ