আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে আ,লীগ নেতা

 

 

আল মামুন খাঁন:

ঢাকার সাভারে করোনা সঙ্কট পরিস্থিতির শুরু থেকেই অসহায়, দুঃস্থ ও কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা প্রদানে নিরবে নিভৃতে কাজ করে চলেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী। শুক্রবার (১৫ মে) সাভার পাবলিক লাইব্রেরির সামনে পাঁচশো অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কালে গণমাধ্যমের সাথে আলাপকালে একথা জানান তিনি।

শুক্রবার বিকালে পবিত্র মাহে রমজান এর ২১ তম দিনে সাভার পাবলিক লাইব্রেরীর ‘কন্ট্রোল রুম’ এর সামনে আনুমানিক পাঁচ শতাধিক রোজাদারদের মাঝে ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার’ হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, পৌরসভার ৪ নং ওয়ার্ড এর কাউন্সিলর নূরে আলম নিউটন প্রমুখ সহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় মঞ্জুরুল আলম রাজীব বলেন, এই অসুখটি মারাত্বক ছোঁয়াচে হবার কারণে সমগ্র বাংলাদেশ লকডাউন করা হয়েছে। আর এই লকডাউনের কারণে বিভিন্ন শ্রেণির বিভিন্ন শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েন। এর প্রেক্ষিতে আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জনপ্রতিনিধি এবং আমাদের দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন, আমরা যেন সাধারণ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। তারই প্রেক্ষাপটে সাভার উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন সাভারের মানুষের পাশে এসে দাঁড়ায়। এরই অংশ হিসেবে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মাসুদ চৌধুরী করোনা সংক্রমনের শুরুর দিন থেকে এই পাবলিক লাইব্রেরি থেকেই মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি রমজান শুরুর পর থেকে তিনি ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। এজন্য সাভার উপজেলা পরিষদ এবং সাভার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে আমি ধন্যবাদ জানাই।

তিনি আরও জানান, তাকে (মাসুদ চৌধুরী) আমি সাভার উপজেলার সকল মানুষের পক্ষ থেকে অনুরোধ করবো, এই সংক্রমণ যতদিন থাকবে, ততদিন যেন তিনি এই কর্মকান্ড অব্যাহত রাখেন।

গণমাধ্যমকে এসময় মাসুদ চৌধুরী বলেন, যেদিন বাংলাদেশে করোনা প্রবেশ করলো, সেদিনই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাভার পাবলিক লাইব্রেরিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই দিন থেকে আজ ৫৯ তম দিন পর্যন্ত হাজার হাজার মানুষ তা প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষের জন্য চাল, ডাল, তেল, লবন, আলু, পিয়াজ, শিশু খাদ্য, জুস নিরবচ্ছিন্ন ভাবে দিয়ে যাচ্ছি। রমজান শুরু হবার পর ইফতার সামগ্রীও বিতরণ করছি। সাভারের জনগণ কে আমি কথা দিয়েছিলাম যে আমরা জীবিত অবস্থায় একজন মানুষকেও না খেয়ে মরতে দিব না।

তিনি আরও জানান, জননেত্রী শেখ হাসিনার নামে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে, এখান থেকে প্রতিদিনই মানুষকে এই খাদ্য সহায়তা দিয়ে যাওয়া হচ্ছে। আমি শুধু এতটুকুই বলতে চাই, এই ৫৯ দিনে আমি আমার জীবন বাজী রেখে, আমার পরিবার-সংসার সব কিছুর মায়া ত্যাগ করে সাভারের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। শুধু সাভার না, মানিকগঞ্জ, ধামরাই, কেরাণীগঞ্জ, সিংগাইর- এ সমস্ত এলাকার মানুষ এই পাবলিক লাইব্রেরি থেকে এই ত্রাণ সামগ্রী গ্রহন করছে।

যতদিন করোনা ভাইরাস বাংলাদেশ থেকে বিতাড়িত না হবে, ততদিন এই কন্ট্রোল রুম থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ঢাকা জেলা আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ