আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

জাবিতে ৯ম দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

জাবি প্রতিনিধি:

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহব্বানে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আজ ৯ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে মৌন মিছিল বের করেন শিক্ষকরা। মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। পরবর্তীতে সমাজবিজ্ঞান অনুষদে এসে মিছিলটি শেষ হয়। মৌন মিছিল শেষে শিক্ষকরা শান্তিপূর্ণ অবস্থান গ্রহণের মাধ্যমে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন।

চলমান শিক্ষক আন্দোলন নিয়ে ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, “একটি রাষ্ট্রের সবগুলো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান একসাথে আন্দোলন করছে, শিক্ষার্থীরা মাঠে, শিক্ষকরা মাঠে অথচ রাষ্ট্র নীরব। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের থেকে গুরুত্বপূর্ণ কাজ কি হতে পারে?  রাষ্ট্র আসলে কি করছে? শিক্ষকরা যে আন্দোলন করছে এটা একটি যৌক্তিক আন্দোলন, এটা কোনো বেতন-ভাতার আন্দোলন না, এটা দেশের উচ্চ শিক্ষায় যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন। এই প্রত্যয় স্কিম যদি এতই ভাল হয় তাহলে আমলাদের, সেনাবাহিনীদের কেন এই স্কিমের আওতায় আনা হলো না। কেন শুরুতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই স্কিমের আওতায় নেওয়া হলো? প্রধানমন্ত্রীর তো নিজের এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসা উচিত ছিলো। কিন্তু তিনি শিক্ষক সমাজের প্রতি বিন্দু মাত্র সম্মান প্রদর্শন করছেন না!”

তিনি আরো বলেন, “চলমান ছাত্র আন্দোলনে আমার পূর্ণ সমর্থন রয়েছে৷ ২০১৮ তেও কোটা বিরোধী আন্দোলনে আমার নৈতিক সমর্থন ছিলো, এখনও আছে। আমি শিক্ষার্থীদের আহ্বান করবো, এই আন্দোলনে জয়ী না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য।”

অবস্থান কর্মসূচিতে জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন , “আমাদের অলরেডি একটা পেনশন স্কিম আছে এবং সেটা নিয়ে আমরা সন্তুষ্ট। এটা নিয়ে আমাদের কোনো  অভিযোগ নেই কিন্তু তারপরেও আমাদের কেন আরেকটি পেনশন স্কিমের আওতায় নেওয়া হলো। মাননীয় প্রধানমন্ত্রী এই পেনশন স্কিম চালু করার সময় বলেছিলেন সমাজের যারা পেনশনের বাইরে তাদের জন্য এই পেনশন স্কিম কিন্তু আমরা তো পেনশন পাই তাহলে আমাদেরকে কেন এই প্রত্যয় স্কিমের আওতায় আনা হলো। আমরা এখানে যারা আন্দোলন করছি তারা কিন্তু এই পেনশন স্কিমের বাইরে, আমাদের আন্দোলনটা মূলত পরবর্তী প্রজন্মের জন্য। এই পেনশন স্কিম বহাল থাকলে পরবর্তীতে মেধাবীরা আর শিক্ষকতা পেশায় আসতে চাইবে না। যার ফলে দেশ একটা বড় ক্ষতির সম্মুখীন হবে।”

এসময় তিনি চলমান ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, “আমাদের ছাত্ররা রাস্তায় আন্দোলন করছে, আমরা চাই এর সুষ্ঠু একটা সমাধান হোক। পরবর্তী শুনানিতে যেন ছাত্রদের পক্ষে হাইকোর্ট থেকে রায় আসে। মাননীয় প্রধানমন্ত্রী যে পরিপত্র জারি করেছিল সেটাই যেন বহাল থাকে।”

পরে দুপুর ১টায় আগামীকালের কর্মসূচি ঘোষণা এবং সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ